শোক ও শ্রদ্ধা

তাজুল ইসলাম॥ এক পথ দুর্ঘটনায় মৃতবরণ করেছেন উপমহাদের একজন জানলে ওয়ালা সঙ্গিতজ্ঞ কালিকাপ্রসাদ। হঠাৎ অন্তধানে ভারত ও বাংলাদেশের সঙ্গিতের মিলবন্ধন এবং সম্পৃতি ও সংস্কৃতির সেতুবন্ধক চলমান চর্চার এমনকি ইতিহাসের হারানোকে পুর্নরুদ্ধারের কারিগর রেখে গেছেন এক বিরাট হা-হা-কার করা শুন্যতা। প্রতিথযশা যারাই সমাজ সংস্কার বা বিনির্মান যাই বলুন না কেন এখান থেকে বিয়োগ হলে ইতিহাস প্রমানিত সত্য যে, ঐ শুণ্যতা পূরণ হবার নয়। কিন্তু এর আদলে নতুনা নতুন নতুন কিছু করে পুরাতনকে মাত্র স্বরন করিয়ে দেয়।
তাঁর এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে সমব্যাথী এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। আমাদের ভালবাসা এবং পথ চলায় স্মৃতিচারণ ও প্রয়োজনে পাশে দাঁড়ানো থাকবে অব্যাহত। তোমার রচিত সেতুতে আমরা থাকব চলমান এবং চিরজাগ্রত। দেখা হবে আবার শেষ গন্তর্বে। ভালো থেকো এবং সেখানো এখানের মতই আনন্দ এবং উৎসাতে দিন কাটিয়ো।

Leave a Reply

Your email address will not be published.