জঙ্গিবাদ ও আন্তঃদেশীয় অপরাধ দমনে যৌথ ঘোষণা

নজরুল ইসলাম॥ জঙ্গিবাদ ও আন্তঃদেশীয় অপরাধ দমনে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে মতৈক্যে পৌঁছেছে ১৪ দেশের পুলিশ প্রধান ও আইনপ্রয়োগকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। এ লক্ষ্যে তিনদিনের পুলিশ কনফারেন্স শেষে একটি যৌথ ঘোষণা স্বাক্ষরিত হয়েছে। গত মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে এ ঘোষণা স্বাক্ষরিত হয়।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক সাংবাদিকদের বলেন, যৌথ ঘোষণায় দক্ষিণ এশিয়া অঞ্চল এবং বিশ্বব্যাপী অপরাধের প্রকৃতি চিহ্নিতকরণ ও আন্তঃদেশীয় অপরাধ দমনে একটি কৌশল উদ্ভাবনের বিষয় গুরুত্ব পেয়েছে। এছাড়া, ইন্টারপোলের সদস্য দেশসমূহের মধ্যে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, কাউন্টার টেরোরিজমে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে তথ্য বিনিময়, আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সহযোগিতা জোরদার করা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশ্বের নেতৃস্থানীয় সংস্থার মধ্যে পেশাগত সম্পর্ক বৃদ্ধি, সাইবার ক্রাইম এবং অর্থনৈতিক অপরাধ দমনে সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা বাড়ানো, আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে অপরাধ দমনে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে যৌথ সিম্পোজিয়াম ও প্রশিক্ষণ আয়োজন ইত্যাদি বিষয়গুলো স্থান পেয়েছে কনফারেন্সে। এর আগে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ কনফারেন্সের সমাপনী ঘোষণা করেন।
গত রোববার (১২ মার্চ) শুরু হওয়া পুলিশ প্রধানদের এ কনফারেন্সে দক্ষিণ এশীয় অঞ্চলের দেশসমূহসহ ১৪টি দেশের পুলিশ প্রধান এবং ইন্টারপোল, ফেসবুকের প্রতিনিধিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পুলিশ প্রধানরা অংশ নেন। কনফারেন্সে বিভিন্ন বিষয়ে ১৪টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.