কসবায় খামারে বিষ ঢেলে তিন খামারিকে পথে বসিয়েছে দুর্বৃত্তরা

ভজন শংকর আচার্য্য, কসবা( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবার বায়েক ইউনিয়নের বড় বায়েক গ্রামে তিনজন মৎস খামারিকে পথে বসিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার ২১ মার্চ রাতে তাদের ১ একর ২ বিঘা আয়তনের খামার পুকুরে বিষ ঢেলে দিলে এ যাবত পায় ৭০ মন দেশী-বিদেশী  বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় প্রতি মুহুর্তে শত শত কাতল, রুই, মৃগেল, তেলাপিয়া, পাংগাসসহ নানা প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। খামার মালিক মুজিবর রহমান, হাবিবুর রহমান ও আল মামুন নিজেদের পুকুরে যৌথভাবে মাছ চাষ করে। ইতোপুর্বে পুকুরটি অন্যরা ইজারা নিয়ে চাষ করতো। দু বছর নিজেদের বেকার জীবন নিরসনের উদ্দেশ্যে মাছ চাষ শুরু করে এ তিন ব্যক্তি। ফলে দুর্বৃত্তদের ঈর্ষার কারন হয়ে পড়ে। অবশিষ্ট মাছের নিরাপত্তা ও নিজেদের জানমালের নিরাপত্তার কথা ভেবে থানায় মামলা করবে না বলে জানায় এ তিন মৎস খামারি। তারা কান্না জড়িত গলায় বলেন তাদের বিচার আল্লাহ করবেন। তারা আরো জানায় গত বছর তাদের এই খামারে তারা ৫ লাখ টাকার পোনা মাছ ছাড়ে। গত ১ বছর যাবত তাদের ২০ লাখ টাকা খরচ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.