কসবায় গণহত্যা দিবস পালিত

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল শনিবার (২৫ মার্চ) সকালে কসবা উপজেলা প্রশাসনের উদ্যেগে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো: আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন; উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, ওসি (তদন্ত) মো: মনিরুজ্জামান, কসবা প্রেসক্লাব সভাপতি মো: সোলেমান খান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন আহব্বায়ক কাজী মো: আজহারুল ইসলাম ও আলহাজ¦ রুহুল আমিন ভূইয়া বকুল এবং উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো: শফিকুল ইসলাম রঙ্গু। কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন; বীর মুক্তিযোদ্ধা মো: শহীদুল্লাহ, উপজেলা কৃষি অফিসার মো: কবির হোসেন ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: গোলাম মোস্তফা। দিবসটি পালনে উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্যেগে উপজেলার বায়েক বধ্যভূমি স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জলন করা হয়।
তাছাড়া দিবসটি পালনে স্থানীয় সিডিসি স্কুল আলোচনা সভার আয়োজন করেছে। সিডিসির প্রতিষ্ঠাতা পরিচালক ও কসবা প্রেসক্লাব সভাপতি মো: সোলেমান খানের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন; স্কুলের সহ-প্রধান শিক্ষক সন্ধ্যা রাণী সাহা, প্রধান সমন্নয়কারী তাসলিমা আক্তার কাকলি, শিক্ষক অলিউল্লাহ সরকার অতুল প্রমুখ।
অপরদিকে কসবা প্রেসক্লাব গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে। কসবা প্রেসক্লাব সভাপতি মো: সোলেমান খানের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন; স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, ওডিপি কেন্দ্রিয় কমিটির সভাপতি মো: আজিজুল ইসলাম বাচ্চু, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো: সফিকুল ইসলাম রঙ্গু, বীর মুক্তিযোদ্ধা মো: শহীদুল্লাহ, এম এইচ শাহ আলম ও আব্দুর রব ফিরুজ, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সহ-সভাপতি নাজমুল হক সজল, সহ- সাধারণ সম্পাদক মো: সোহরাব হোসেন, অর্থ সম্পাদক মো: অলিউল্লাহ সরকার অতুল, সদস্য আবুল কালাম আজাদ, মো: আব্দুল হান্নান, শেখ মো: কামাল উদ্দিন, মো: শাহ আলম, মো: আবুল খায়ের স্বপন, মো: রুবেল আহামেদ, মো: সাইদুর রাহমান খান, ভজন শংকর আচার্য্য প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.