কসবায় দুর্বৃত্তের আগুনে নিস্ব হয়ে গেছে এক প্রবাসীর পরিবার

ভজন শংকর আচার্য্য, কসবা(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ॥ কসবায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুই পরিবারের সবকিছু। তার মধ্যে একটি পরিবার একবারে নিস্ব হয়ে হয়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার সম্পদ পুড়ে যায়। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। গতকাল (২৭ মার্চ) ঘটনাস্থল দেখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) তাপস চন্দ্রকে পাঠানো হয় এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার আশ্বাস দেয়া হয়।
জানা যায়, উপজেলার বাদৈর গ্রামের হাজী আবদুল মালেক এর পুত্র ও ডা: শহিদুল ইসলামের পুত্র মো.মনির হোসেন ও রাশেদুল ইসলামে একই বাড়িতে পাশাপাশি ঘর। তার মধ্যে মনির হোসেন সপরিবারে ঢাকায় বসবাস করেন এবং অন্য পাশে প্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী তার স্কুল পড়–য়া মেয়েকে নিয়ে থাকেন। মনির হোসেনের ঘরে কেউ থাকেনা। তালা বদ্ধ ঘরে ছিলো পুরাতন কিছু আসবাবপত্র ও জ্বালানী লাকড়ির স্তুপ। সেই ঘরেই দুর্বৃত্তরা প্রথম আগুন দেয় বলে জানায় প্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম। শুকনো লাকড়িতে আগুন লাগলে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা সাড়া ঘরে ছড়িয়ে পড়ে। আগুন দেখে রাশেদা বেগম চিৎকার শুরু করলে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। ততক্ষনে রাশেদা বেগমের ঘরে থাকা ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭৫ হাজার টাকা সহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ভস্ম হয়ে যায়। দুর্বৃত্তদের আগুনে সবকিছু হারিয়ে রাশেদা বেগম বার বার জ্ঞান হারাচ্ছেন। খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রকল্প কর্মকর্তা তাপস চন্দ্র ঘটনাস্থলে যান এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। এলাকাবাসী জানায় আগুনে পুড়ে রাশেদুল ইসলামের প্রবাস জীবনের ২৫ বছরের জমানো সবকিছু ছাই হয়ে গেছে। অনিশ্চিত হয়ে পড়েছে তার দুই মেয়ের লেখাপড়া।

Leave a Reply

Your email address will not be published.