হেফাজতের সঙ্গে আমাদের কোন চুক্তি হয়নি, চুক্তির প্রশ্নই ওঠে না – প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ই. ইসলাম॥ বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে কওমী মাদ্রাসার অবদান রয়েছে, এটাকে অস্বীকার করা যাবে না। আপনারা একবার চিন্তা করে দেখেন ১৪ লাখ শিক্ষার্থী ৭৫ হাজার কওমী মাদ্রাসায় শিক্ষা লাভ করছে।  তাদের কারিকুলাম কি? কি তারা শিখছে কেউ বলতেই পারছে না। সেই জায়গায় আমরা উদ্যোগ নিয়েছি, যে উদ্যোগ আমাদের বহু আগেই নেয়া উচিত ছিল, যাতে করে তাদের শিক্ষা যেন মান সম্পন্ন হয়।  আর এই শিক্ষার মাধ্যমে তাদের যেন কর্মসংস্থানের ব্যবস্থা হয়, জীবন-জীবিকা নির্বাহ করে নিজের পায়ে দাঁড়াতে পারে।
আর বিএনপি বলছে আমি নাকি হেফাজতের সঙ্গে সন্ধি করে ফেলেছি, চুক্তি করে ফেলেছি, চুক্তিটা কি করলাম? হেফাজতের সঙ্গে আমাদের কোন চুক্তি হয়নি, চুক্তির প্রশ্নই ওঠে না।’ গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ডের সভায় সভাপতির ভাষণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published.