ইতালির নতুন নাগরিকত্ব আইন: ভাগ্য বদলাতে পারে প্রবাসী বাংলাদেশীদের

আবদুর রউফ জীবন॥ ১ বছর বৈধভাবে ইতালিতে বসবাসকারী অভিবাসীদের ইতালিতে জন্ম নেয়া সন্তানদের ইতালির নাগরিকত্ব দিতে হবে। ইতালির নাগরিকত্ব আইনে পরিবর্তনের আভাস পাওয়া গেছে। খুব শিগগির এ আইন পাস হলে প্রবাসী বাংলাদেশীদের ভাগ্য বদলাতে পারে। ঘুরে দাঁড়াতে পারে যান্ত্রিক জীবন।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, চলতি বছরের ২ এপ্রিল ইতালির সংসদে নাগরিকত্ব আইনের ১৪টি নতুন প্রস্তাব জমা দিয়েছেন এমপিরা। সংসদে জমা দেয়া নতুন প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য একটি আইন হল ‘লা ইতালিয়া সোনো আংকে ইও’। বাংলায় যার অর্থ হল ‘আমিও ইতালিয়ান’। এ প্রস্তাবটি ইতিমধ্যে ব্যাপক আলোচনায় এসেছে। কারণ এ প্রস্তাবটি চেম্বার অফ ডেপুটিতে তোলার জন্য ৫০ হাজার স্বাক্ষর গ্রহণের প্রয়োজন ছিল। কিন্তু প্রস্তাবিত এ আইনের পক্ষে ১ লাখ ৩২৯ জনের স্বাক্ষর নিয়ে জমা দেয়া হয়েছে। যা বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।
প্রস্তাবিত আইনে ইতালিয়ান সিটিজেন আইন পরিবর্তন ছাড়াও অভিবাসীদের জন্য ইতালির স্থানীয় নির্বাচনে ভোট দেয়ার অধিকার থাকবে। এছাড়া ১ বছর বৈধভাবে ইতালিতে বসবাসকারী অভিবাসীদের ইতালিতে জন্ম নেয়া সন্তানদের ইতালির নাগরিকত্ব দিতে হবে। প্রচলিত আইনে ১০ বছর বসবাসকারীর পরিবর্তে প্রস্তাবিত নতুন আইনে ৫ বছর বৈধ বসবাসকারীদের ইতালির নাগরিকত্ব দিতে হবে। এ আইন বাস্তবায়ন হলে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের মতো ইতালিতে বৈধভাবে ৫ বছর বসবাসকারী নাগরিকরা সবাই স্থানীয় পর্যায়ের সব নির্বাচনে ভোটার হতে পারবে।
ইতিমধ্যে ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে চেম্বার অফ ডেপুটির কাছে আলাদা আলাদাভাবে প্রস্তাবগুলো জমা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.