ভিক্ষুক পুনর্বাসন ও গৃহহীনদের তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

টিআইএন॥ ভিক্ষাবৃত্তি বন্ধ করে ভিক্ষুকদের পুনর্বাসন ও গৃহহীনদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীি। আজ সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুচ্ছগ্রাম উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসকদের এ নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এখনো দেশে ২ লাখ ৮০ হাজার মানুষ গৃহহীন। তাদের জন্য আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সরকার। এসব কর্মসূচির সুবিধাভোগীদের সাবলম্বী হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। অভাবে পড়ে বা প্রভাবশালীদের চাপে ঘরবাড়ি বিক্রি না করে কাজ করে ভাগ্য পরিবর্তনের আহ্বান জানান তিনি। প্রত্যন্ত জনপদ থেকে শুরু করে সবার জন্য যোগাযোগ, বিদ্যুৎ ও শিক্ষার পরিধি বাড়িয়ে জীবনমান বাড়ানোর আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন প্রান্তে গৃহসংস্থান ও কর্মসংস্থান বিষয়ক গুচ্ছগ্রাম প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। লালমরিরহাট, ফরিদপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর ও গাইবান্ধা জেলার ১০টি উপজেলায় মোট ১১টি গুচ্ছগ্রাম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।
ঝঐঅজ

Leave a Reply

Your email address will not be published.