কসবা মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্ম বার্ষিকী পালিত

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: গতকাল সোমবার (৮ মে) সকালে কসবা মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্ম বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে: আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
কসবা মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো: তসলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো: আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন: উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাছির উদ্দিন সরোয়ার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা, কসবা প্রেসক্লাব সভাপতি মো: সোলেমান খান, সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা ও কলেজ পরিচালনা কমিটির সদস্য হাজী মো: আলী আজ্জম। আলোচনা সভায় বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আতœার শান্তি কামনা করে বক্তাগণ বলেন,কবি ছিলেন বাংলা ও বাঙালির অংহকার। তিনি বিশ^ব্যাপী বাংলাকে প্রতিষ্ঠিত করেছেন।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশনা করেন; কলেজ প্রভাষক পিংকি রায়,শিক্ষার্থী মুন রায় ও জাফরিন সুলতানা। তবলায় সহযোগিতায় ছিলেন বিশিষ্ট তবলা বাদক মো: নুরুল আলম চৌধুরী বাহাদুর। অনুষ্ঠানে রবি ঠাকুরের সোনার তরী কবিতাটি আবৃত্তি করেন কসবা প্রেসক্লাব সভাপতি মো: সোলেমান খান। এ সময় কলেজের শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.