কসবায় পুলিশের হাত থেকে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়ার সময় সংঘর্ষে ১ জন নিহত

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল ৬ মে রাত সাড়ে নয়টায় পুলিশ উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের লতুয়ামুড়া গ্রামে আসামীসহ গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে আমার সময় পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়। নিহতের নাম মো.ইব্রাহীম মিয়া (৩৫)। সে লতুয়ামুড়া গ্রামের মৃত সমরাজ মিয়ার পুত্র। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপতাল মর্গে পাঠানো হয়েছে।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, গতকাল রাত নয়টায় উপজেলার লতুয়ামুড়া গ্রামে এএসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক উদ্ধার অভিযানে যায়। সেখানে মাদক ব্যবসায়ী রেনুয়ারাকে গাজা সহ আটক করে নিয়ে আসার সময় রেনুয়ারার স্বামী মো.ইব্রাহীম মিয়া সহ অন্যান্য মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে ধারালো রাম দা ও দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের উপর আতর্কিত হামলা চালায় রেনুয়ারাকে ছিনিয়ে নেওয়ার জন্য।  এ সময় পুলিশের সাব ইন্সপেক্টর রফিকুল ইসলামকে ধারালো রাম দা দিয়ে দুটি কুপ দিলে পুলিশ আত্ম রক্ষার্থে ১৫/১৬ রাউন্ড কার্তুজ ফায়ার করে। পুলিশ এবং মাদক ব্যবসায়ীদের সংঘর্ষে রেনুয়ারার স্বামী ইব্রাহিম (৩৫) মারা যায়। আসামীদের এলোপাথারি লাঠির আঘাতে কনস্টেবল সুমন ঘোষ ও মহিউদ্দিন গুরুতর আহত হয়। খবর পেয়ে ওসি মোহাম্মদ মহিউদ্দিনসহ এক দল ফোর্স নিয়ে পুলিশ ও আসামীকে উদ্ধার করে কসবা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাস্থল থেকে পুলিশ ৩টি রাম দা, ১টি ধারালো দা, ৩টি শর্টগানের কার্তুজ উদ্ধার করে। নিহত ইব্রাহিমের লাসের সুরুতহাল শেষে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published.