মাঠ থেকে মঞ্চে এখন খলনায়ক ফকরুল

আন্তর্জাতিক ডেক্স॥ মঈন-ফখরুদ্দিন গ্রেফতার নাটক সাজিয়ে বিভিন্ন জনকে গ্রেফতার করে অমানবিক অত্যাচার চালিয়ে হত্যার নীল-নকশা করেছিল, স্রষ্টার অশেষ রহমতে কুশীলব মঈন-ফখরুদ্দিন আজ গতিশীল নেতৃত্বদানকারী সরকার এবং বিরোধীদলসহ রাজনৈতিক নেতাকর্মী এমনকি জনগণ বা জনতার গণধোলাই আতংকে আতংকিত। যে পরিমাণ অত্যাচার ও নির্যাতন রাজনৈতিক নেতাদের  উপর চালানো হয়েছিল তার চাইতে অনেক বেশি অন্তঃদহনে মঈন -ফখরুদ্দিন জ্বলে মরছে।
আজ এই কুশীলবদ্বয় অনেক টা গৃহবন্দি। গ্রামাঞ্চলে কুকুর যেমন হাতে লাঠি ওয়ালা লোক দেখলে সামনে দিয়ে যেতে ভয় পায়, বাংলার অকুতোভয় রাজনৈতিক সৈনিকদের ভয়ে নাকি মঈন -ফখরুদ্দিন লোক সমাগমে আসতে দ্বিধান্বিত বোধ করে। মনেহয়, কর্মের পরিণতিতে তারা আজ অত্যন্ত বিপন্ন জীবন যাপন করছে।
পাগলা কুকুর কে যেমন সবাই হত্যা করার জন্য লাঠি নিয়ে দৌঁড়ায়, বাংলার মীরজাফর উক্ত দুই মোনাফেক কে নাকি উচিত শিক্ষা দেওয়ার জন্য আমেরিকায় মাঝে মধ্যে জুতো থেরাপি দেওয়ার জন্য অনেকেই শপথ নিয়ে রেখেছেন । সুদূর প্রবাস থেকে আমিও এ খেলার একজন আন্তরিক দর্শক (অন্যদের মতো)।

Leave a Reply

Your email address will not be published.