নয়ন॥ গত মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বাংলাদেশ সময় রাতে লন্ডনে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে ব্রিটেনের সংসদ সদস্য পদে সদ্য পুননির্বাচিত ভাগ্নি টিউলিপ সিদ্দিকসহ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন তিনি। একদিন যাত্রাবিরতির পর বুধবার স্থানীয় সময় রাতে তিনি সুইডেনের রাজধানী স্টকহোমে পৌঁছাবেন।