শেষ পর্যন্ত বৃহত্তর ফরিদপুর বিভাগ ঘোষণা হচ্ছে

টিআইএন॥ বৃহত্তর ফরিদপুর বিভাগ হতে যাচ্ছে। এ ব্যাপারে প্রস্তুতি নেয়ার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের এক ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বৃহত্তর ফরিদপুরকে বিভাগ করার বিষয়ে নির্দেশনা দেন। এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলেন।
ঢাকা বিভাগকে ভেঙে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর নিয়ে একটি বিভাগ করা হবে।  তবে বিভাগীয় সদরদপ্তর কোথায় হবে তা তিনি স্পষ্ট করে বলেননি। আমরা ফরিদপুরবাসি অপেক্ষায় আছি। এর বাস্তবায়ন হলে দেশে সেবার মান বাড়বে এবং ঢাকার চাপ কমে আসবে।

Leave a Reply

Your email address will not be published.