শেষ হয়ে যাচ্ছে রহমত, বরকত ও নাযাত এর মাস

আসছে আগামী ঈদুল ফিতরের দিনের আনন্দের মধ্যদিয়ে শেষ হয়ে যাচ্ছে অনেক ত্যাগ ও তিতিক্ষার মধ্যে অর্জিত রহমত, বরকত ও নাযাজ এর দরজা। কিন্তু আমার বিশ্বাস এই দরজা সবসময় খোলা থাকবে আমাদের সকলের জন্য। শুধু রজমান মাসের ফজিলত পূর্ণ দিনগুলিই শেষ হবে কিন্তু পৃথিবী যদি আগামী একবছর টিকে থাকে তাহলে আবার ফিরে আসবে আমাদের মাঝে নিয়মের বেড়াজালে আবদ্ধ হয়ে।
এই রহমত ও বরকত এবং নাযাত যা অর্জিত হয়েছে এই ফজিলতের মাসে তা আগামী ১১টি মাস ধরে রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয়ই নিতে হবে ঈদের (খুশির) দিনে। আমাদের মধ্যে যে সাম্য ও ভ্রাতৃত্ব তৈরী হয়েছে তা ধরে রাখার জন্য একযোগে সৃষ্টিকর্তার নিকট সাহায্য চেয়ে আগাতে হবে। ধর্মীয় মূল্যবোধকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে আমাদের প্রত্যেককে। ধনী-গরীব, উঁচু-নীচু, চাকর-মনীব, নেতা-কর্মী-সমর্থক এবং রাজনৈতিক দলগুলোর দলাদলীর সবই জলাঞ্জলী দিয়ে এক সুখ-সমৃদ্ধিময় আনন্দের সোনার বাংলাময় পৃথিবী রচিত হউক আমাদের এবং আগামী প্রজন্মের জন্য। সকলের সম্মিলিত প্রচেষ্টাই অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে এগিয়ে নেবে। সেই প্রচেষ্টার ফলই বৃদ্ধি পাক আগামী ঈদের আনন্দের তাৎপর্যের মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published.