সৌদি আরব ও ইজরায়েল এখন বন্ধুত্বের সমীকরণে তুঙ্গে

ছানাউল্লা সুমন॥ কাতারের সাথে সৌদি জোটের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পর বদলে যেতে চলেছে মধ্য প্রাচ্যের কূটনৈতিক সমীকরণ। এবার বিভেদ ভুলে বন্ধু হতে চলেছে সৌদি আরব এবং ইজরায়েল। সম্প্রতি লন্ডনের দ্যা টাইমস নামক দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এই খবর।
আরব এবং আমেরিকার কয়েকটি সূত্রের উল্লেখ করে গত শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্যা টাইমস। সেই প্রতিবেদন অনুসারে, সৌদি আরবে ইজরায়েলি সংস্থাগুলির ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতির মাধ্যমে কিংবা সৌদি আরবের আকাশসীমায় ইজরায়েলের বিমান চলাচলের অনুমতি দেয়ার মাধ্যমে এ সম্পর্ক প্রতিষ্ঠিত হতে পারে। ধীরে ধীরে এ সম্পর্ক বাড়বে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
ইতিমধ্যেই এই নিয়ে দুই পক্ষের মধ্যে কথাবার্তা শুরু হয়েছে বলে লেখা হয়েছে দ্যা টাইমসের প্রতিবেদনে। একইসঙ্গে আরও বলা হয়েছে যে, ইরানের প্রধান দুই শত্রু দেশের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা হলে তা মধ্যপ্রাচ্যের বহু ঘটনার গতিপ্রকৃতি পাল্টে দেবে এবং ওই অঞ্চলকে অনেক বেশি অস্থিতিশীল করে তুলবে।

Leave a Reply

Your email address will not be published.