জেনেটিক কম্পিউটার একাডেমী ও ওডিপি’র উদ্যোগে কসবায় সুধীজন ও এতিমদের সম্মানে ইফতার

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় জেনেটিক কম্পিউটার একাডেমী স্কাউট গ্রুপ এবং ওডিপি’র আয়োজনে এলাকার সুধীজন ও এতিমদের সম্মানে ইফতার, দোয়া ও আলোচনা সভা গতাকাল শনিবার (২৪ জুন) স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্টিত হয়।
বেসরকারী সংস্থা ওডিপি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও জেনেটিক কম্পিউটার একাডেমী স্কাউট গ্রুপের সভাপতি আজিজুল ইসলাম বাচ্চু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিসুল হক ভুইয়া। প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন; কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহীন সুলতানা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কসবা থানা মো. মনিরুজ্জামান, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, কসবা মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. তসলিম মিয়া, সাহেবাবাদ ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শহিদুল্লাহ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন ও পৌর ছাত্রলীগ সভাপতি মো. শওকত আলী। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন জেনেটিক কম্পিউটার একাডেমী স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. অলিউল্লাহ সরকার অতুল।
অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস, ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্পাদক (ভারপ্রাপ্ত) শাকাইয়েত হোসেন পাঠান, কসবা উপজেলা সম্পাদক নজরুল ইসলাম চৌধুরীসহ শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.