‘২০১৭ সালে এসএমই খাতে ২০ শতাংশ ঋণ বিতরণ বাধ্যতামূলক’

আখের॥ ২০১৭ সালে ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) খাতে ২০ শতাংশ ঋণ বিতরণ বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল গ্রোগ্রামস বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, অনেক ব্যাংক কাঙ্খিত মাত্রায় এসএমই খাতে ঋণ বিতরণ করছে না। এর ফলে দেশের সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বাৎসারিক সামগ্রিক ঋণ বিতরণের মধ্যে ২০১৭ সালে এসএমই খাতে ন্যূনতম ২০ শতাংশ হতে হবে। এছাড়া প্রতিবছর কমপক্ষে ১ শতাংশহারে বৃদ্ধিসহ ২০২১ সালে ২৫ শতাংশে উন্নীত করতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, সামগ্রিক এসএমই খাতে ঋণ বিতরণের ক্ষেত্রে মাঝারি খাতের চেয়ে ক্ষুদ্র খাতে ঋণ বিতরণে অগ্রাধিকার দিতে হবে। এছাড়া এসএমই ঋণের ৫০ শতাংশ নির্ধারণ করতে হবে কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যেক্তাদের জন্য।  নির্দেশনায় আরও বলা হয়েছে, এসএমই ঋণের ন্যূনতম ১০ শতাংশ দিতে হবে নারী উদ্যেক্তাদের। ২০২১ সালে এই হার ১৫ শতাংশে উন্নীত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published.