ফটো আইডি বাধ্যতামূলক বিমান ভ্রমণে

রাইসলাম॥ আন্তর্জাতিক ভ্রমণের পাশাপাশি অভ্যন্তরীণ রুটের সকল যাত্রীকে ফটো আইডি কার্ড প্রদর্শন করে ফ্লাইটে চড়া বাধ্যতামূলক করা হয়েছে। বুধবার সিভিল এভিয়েশন অথোরিটি এ সিদ্ধান্তের কথা জানায়।
সিভিল এভিয়েশন অথোরিটি বাংলাদেশের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী স্বাক্ষরিত এ বিষয়ক একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। এতে বলা হয়, বাংলাদেশের ভেতর যেকোনো অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণের জন্য বোর্ডিং পাস পেতে জাতীয় পরিচয়পত্র বা অন্য যেকোনো ফটো আইডির কপি জমা দিতে হবে। আইডি কার্ড হিসেবে ভ্যালিড পাসপোর্ট, ন্যাশনাল আইডি, স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা কর্মজীবী ও শিক্ষার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠানের আইডি কার্ড ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই প্রদর্শন করেত হবে।
নিরাপত্তার স্বার্থে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপারেশনে থাকা সব এয়ারলাইন্সকে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.