বেতন বাড়িয়েছি, এখন দুর্নীতি বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী

টিআইএন॥ জনগনের দাবি এবং প্রধানমন্ত্রীর চাওয়া এক হয়েই আজ এই গণদাবি প্রকাশিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে।  যে হারে বেতন-ভাতা বাড়ানো হয়েছে পৃথিবীর কোনো দেশে তা হয়নি। এখন দুর্নীতি বন্ধ করতে হবে। এটা কোনো ভাবেই যেন না হয়। গত রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ‘সচিব সভায়’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। বৈঠকে শেখ হাসিনা সচিবদের উদ্দেশে বলেন, উন্নয়ন কর্মসূচি এমনভাবে গ্রহণ করতে হবে যেন সর্বোচ্চ সংখ্যক মানুষ উপকৃত হয়।
কর্মচারীদের দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতির বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান সুস্পষ্ট। দুর্নীতি দমন কমিশনকে আরো শক্তিশালী ও কার্যকর করার জন্য দুর্নীতি দমন কমিশন আইন সংশোধন করা হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১২৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তিনি আরও বলেন, কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা হয়েছে। সরকারি কর্মচারীদের অবসর গ্রহণের বয়সসীমা ৫৯ করা হয়েছে। মুক্তিযোদ্ধা কর্মচারীদের অবসর গ্রহণের বয়সসীমা ৬০ করা হয়েছে। এই সুযোগ-সুবিধার পর কর্মচারীদের দুর্নীতি বন্ধ করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published.