এ, এস, মনিরুল হক উচ্চ বিদ্যালল এলামনাই এসোসিয়েশন এর পূন:মিলনী -২০১৭

টিআইএন॥ আসছে ২৩ ই সেপ্টেম্বর, ২০১৭, ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবার সৈয়দাবাদ আলহাজ্ব সৈয়দ মনিরুল হক উচ্চবিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন …… পুর্ণমিলনী !!! জানাতে চাই উচ্ছ্বাসের ঈদ আড্ডার কথা। বলতে চাই হাসি-আনন্দে মাতোয়ারার খবর। শোনাতে চাই সৈয়দাবাদ আলহাজ্ব সৈয়দ মনিরুল হক উচ্চবিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যদের মিলনমেলার কথা। হ্যাঁ, বন্ধুরা…ঈদুল ফিতরের পরের দিন অর্থাৎ ২৭ই জুন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীগণ নিবিড় সান্নিধ্যে ও মনোরম পরিবেশে জড়ো হতে থাকে যথা-সময়ে শিপন শওকত জাহানের আপ্যায়নে শাহজাহান স্যারের বাড়ীতে। আবারো উচ্ছ্বাসের মেলবন্ধন হয়েছিল। গড়ে উঠেছিল ভালবাসার, ভাললাগার, সৌহাদ্য-সম্প্রীতির বন্ধন। হয়েছিল আড্ডা, আড্ডার-স্থলে উঠে এসেছিল স্কুলের নানাদিক ! কথা হয়েছিল নস্টালজিক মায়ামাখা পুরো গ্রাম নিয়ে ! সিদ্ধান্ত হয় আগামী ২৩ ই সেপ্টেম্বর, ২০১৭, রোজ শনিবার, পূর্ণমিলনী অনুষ্ঠানে সকলেই মিলিত হওয়ার। দেওয়া হবে বিদ্যালয়ের বর্তমান মেধাবী ছেলে-মেয়েদের বৃত্তি, নেয়া হবে বাড়তি ক্লাস, চলবে সারাদিন ব্যাপী উৎসাহ ও গঠনমূলক বক্তৃতা, নাচ, গান, আবৃত্তি, মাদকের বিরুদ্ধে আলোচনা-সহ নানানধিক! উপস্থিত থাকবেন স্কুলের সাবেক ছাত্র ও বর্তমান সচিব, অধ্যাপক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যবসায়ীসহ নানা পেশার সম্মানিত লোকজন। পূর্ণমিলনী অনুষ্ঠানের জন্য এড. ইকবাল হোসেন চেয়ারম্যান ও মনির হোসেন বাক্কির নেতৃত্বে একটি প্রস্তুতি-মূলক কমিটি গঠন করা হয়। রেজি. ফি ৫০০ টাকা। রেজি. শেষ তারিখ ১০ সেপ্টেম্বর -২০১৭ ইং। স্কুল প্রতিষ্ঠা লগ্ন থেকে সকল ছাত্র ছাত্রী অংশগ্রহন করতে পারবেন।পূর্ণমিলনীতে আপনারা সকলেই আমন্ত্রিত।
ঈদ আড্ডায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্নসচিব জনাব তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়ীয়া সরকারী কলেজের সহযোগী অধ্যাপক খালেদ স্যার, এড. ইকবাল হোসেন চেয়ারম্যান, ডিএমসির ডাক্তার সাইফ সহ অন্যান্যরা। আড্ডা হয়ে উঠে প্রাণবন্ত।

Leave a Reply

Your email address will not be published.