কসবায় পুলিশের সাথে “বন্দুকযুদ্ধে” মাদক ব্যবসায়ী নিহত

ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিম॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মো. ইউসুফ মিয়া(২৮) নামে এক মাদক ব্যবসায়ীর  মৃত্যু ও তিন পুলিশ সদস্য আহত হয়েছে।
শনিবার ভোররাত তিনটার দিকে উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। ইউসুফ মাইজখার এলাকার মো. নূরুল ইসলামের ছেলে। আহতরা হল কসবা থানার এসআই মনিরুল হোসেন, কনস্টেবল নাজিম ও ইব্রাহিম মিয়া।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ৯০ কেজি গাজাঁসহ ইউসুফকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্যমতে মাদক উদ্ধারের জন্য তার আস্তানায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউসুফের সহযোগীরা পুলিশের উপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে ইউসুফ ঘটনাস্থলেই নিহত হন। এসময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে আরো ৪৫ কেজি গাজাঁসহ মোট ১৩৫ কেজি গাজাঁ, একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ওসি জানান,  সে কসবা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী।

Leave a Reply

Your email address will not be published.