বঙ্গবন্ধুর খুনিদের কূটনৈতিকভাবে ফিরিয়ে আনার চেষ্টা চলছে

নয়ন॥ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিদেশে পলাতক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের অবস্থান শনাক্ত করা হয়েছে। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেই তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। গম বুধবার সচিবালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও মঙ্গলবার বঙ্গবন্ধুর খুনীদের অবস্থান চিহ্নিত করার কথা জানিয়েছিলেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু বিপথগামী সেনা সদস্যদের হাতে নির্মমভাবে সপরিবারে খুন হন। বর্তমানে বঙ্গবন্ধুর ছয় দন্ডপ্রাপ্ত খুনী বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে আছেন। এরমধ্যে রাশেদ চৌধুরী আমেরিকায় ও নূর চৌধুরী কানাডায় অবস্থায় করছেন বলে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ বেরিয়েছে। এছাড়া শরিফুল হক ডালিম, কর্নেল রশীদ, মুসলেহউদ্দীন রিসালদার ও ক্যাপ্টেন মাজেদ বিভিন্ন দেশে পালাতক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.