নবীগঞ্জের চরগাঁওয়ে ৪৪ লাখ টাকা ব্যয়ে ২৯৬টি পরিবারের বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করলেন এমপি কেয়া চৌধুরী

হবিগঞ্জ প্রতিনিঘধ।। হবিগঞ্জের জেলার নবীগঞ্জ উপজেলার চরগাঁও এলাকায় ৪৪ লাখ ১১ হাজার ৪০০ টাকা ব্যয়ে ২৯৬ টি পরিবারের বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেছেন এমপি কেয়া চৌধুরী। গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে দলীয় নেতাকর্মী ও তৃণমূল লোকজনকে সাথে এমপি কেয়া চৌধুরী এ বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।

এ সময় আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন- “বলেছিলাম জননেত্রী শেখ হাসিনা সরকারের কাছ থেকে এনে আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিব। আজ সবাইকে সাথে নিয়ে এ বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করতে পেরেছি। কথা দিয়ে কথা রাখতে পেরেছি বলে, নিজেকে ধন্য মনে করছি।”

তিনি বলেন- “এখানকার মতো নবীগঞ্জ-বাহুবলের ঘরে ঘরে নেত্রীর উপহার হিসেবে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি। কেউ বাদ পড়বেন না। পর্যায়ক্রমে সবাই পাচ্ছেন এবং পাবেন ইনশাআল্লাহ। আওয়ামী গীগ সরকার উন্নয়নের সরকার। তার প্রমাণ আপনারা নিজ চোখে দেখছেন।”

এসময় তিনি উন্নয়নে ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিতে সবার প্রতি আহবান  জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ, সাবেক সহ-সভাপতি মিনাল কান্তি মিনু, ১নং ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সভাপতি শৈলেন্দ গুপ্ত দাশ রানু, যুগ্ম-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দীন, সাধারণ সম্পাদক বাবু গৌতম কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক সমীরণ দাশ, চেয়ারম্যান বাবু সত্যজিৎ দাশ, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুধীর চন্দ, ২নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন ছোবা, ইউনিয়ন পূজা কমিটির সভাপতি বাবু নারায়ন কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক রনি দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব নিজামুল ইসলাম চৌধুরী রুমেল, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আব্দুল বারী, কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরী প্রমুখ।
এদিকে বিদ্যুৎ উদ্বোধন করতে গেলে শত শত নারী-পুরুষ মিছিলসহকারে এমপি কেয়া চৌধুরীকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানস্থলে নিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published.