মানবিকতা ধারণ করতে না পারলে মানুষ ধার্মিক হয় কি করে

মামুন আবদুল্লাহ॥ যদিও আমি এ ধরণের চিন্তার সাথেই একমত নই, তবুও একজন রিসার্চ করে দেখেছেন ‘ওল্ড টেস্টামেন্ট’ কুর’আনের চাইতে দ্বিগুনেরও বেশি ভায়োলন্ট! এটা নিয়ে আবার কেউ খ্রিষ্টান বিরোধী কু-তর্কে জড়াবেন না আশাকরি। আমি অনেকবার বলেছি, আবারও বলি, ‘আমি ধার্মিক, ধার্মিক মানুষ আমি ভালোবাসি, কিন্তু অতি ধার্মিক, আর শুধুমাত্র ধর্মীয় অনুভূতিসম্পন্ন মানুষ আমি একদমই দেখতে পারিনা।’
দূঃখের বিষয় হলো আমাদের দেশে এই অনুভূতি সম্পন্ন গ্রুপটাই সবচেয়ে বড়। এরা অন্য ধর্মের মানুষের প্রতি মোটেই শ্রদ্ধা রাখেনা। আত্মীয়-স্বজনের খেয়াল না রাখলেও ‘মুসলিম’ রোহিঙ্গাদের প্রতি ওদের অনেক মমতা, যেন তার চাচা-ফুফুরা মুসলিম না!

Leave a Reply

Your email address will not be published.