ইতালিতে ফিরেন্স বাংলাদেশ সমিতির আয়োজনে কনস্যুলার সেবা

অসোক ইতালী থেকে॥ গত ১৬ সেপ্টেম্বর, ফিরেন্স পরতা নভা হল রুমে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় দুইশত মানুষকে কনস্যুলার সেবা দেওয়া হয়েছে। এই সময় রোম বাংলাদেশের এম্বাসেডর এবং বাংলাদেশ রোম কনস্যুলারদের সাত জনের একটি টিমের সহযোগিতায় এই সেবা প্রধান করা হয়। ১৭ সেপ্টেম্বর ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কনস্যুলার সেবা দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন ফিরেন্স বাংলাদেশ সমিতির কার্যকরী পরিষদের সভাপতি আব্দুর রউফ (জীবন), সহ সভাপতি ইউছুফ আলী, সেক্রেটারি নূরুল আলম, অথ সম্পাদক আব্দুল হক, ফিরেন্স বাংলাদেশ সমিতির সাংগঠনিক সম্পাদক কবির আহাম্মদ প্রমুখ। আরো উপস্থিত ছিলেন ফিরেন্সে বাংলাদেশের নিযুক্ত কনস্যুলার জরজা গানাতা।
এ কার্যক্রম স্ন্দুরভাবে সফল করার জন্য ফিরেন্স বসবাসরত সকল বাংলাদেশিদের এবং যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানানো হয় ফিরেন্স বাংলাদেশ সমিতির পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published.