বাংলাদেশের মানুষের উদারতা বিশ্বব্যাপী প্রশংসিত

জীবন, নিউইর্য়ক থেকে: স্থান ও সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশের জনগণ অসহায় ও নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তাদের খাদ্য ও অন্যান্য সহযোগিতা দিয়ে যাচ্ছেন। বাংলাদেশের মানুষের এ উদারতা ও মহানুভবতা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে ৭২-তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এমন এক সময়ে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যখন মিয়ানমারে জাতিগত নিধনে হাজার হাজার নিরীহ রোহিঙ্গা প্রতিদিন প্রাণভয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে। গত তিন সপ্তাহে চার লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, যার অধিকাংশ নারী, শিশু ও বয়স্ক।
আগে থেকেই চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে ছিলো। ফলে বাংলাদেশে বর্তমানে আট লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published.