নোবেল প্রাপ্তির জন্য টাকার বিনিময়ে লবিস্ট নিয়োগ করা হয়েছে

টিআইএন॥ রোহিঙ্গা সংকট সমাধানে ব্যর্থ হয়ে দেশে ফিরে আসছেন প্রধানমন্ত্রী। এমন মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। নোবেল প্রাপ্তির জন্য টাকার বিনিময়ে লবিস্ট নিয়োগ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী আরও বলেন, সুচি’র দপ্তরের মন্ত্রীর সাথে বাংলাদেশের বৈঠকটি ‘আই ওয়াশ’ ছাড়া আর কিছুই নয়। জাতিসংঘকে পাশ কাটিয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপ চুক্তি লোক দেখানো বলেও দাবি করেন বিএনপির এই নেতা। তিনি আরও বলেন, জনদুর্ভোগের দিকে না তাকিয়ে পুরস্কারের পিছনে ছুটছে সরকার।
এই উল্লেখিত বক্তব্যে বুঝা যায় এই মানুষটি আসলে অসাড় বিবেক সম্পন্ন। তার কোন বাস্তব জ্ঞান নেই। তিনি পাগলের চেয়েও অধম। কিভাবে তাকে একটি দলের মুখপাত্রের দায়িত্ব দেয়া হলো তা বোধগম্য নয়। তবে বর্তমানে ঐ দলটিও খাদের কিনারা থেকে এখন পাগলের প্রলাপের তলানী ছেড়ে বাতাস এবং ধোয়ায় মিশার অপেক্ষায়। আর কিই বা করার আছে ঐ শয়তানাশ্রীত মানুষদের।

Leave a Reply

Your email address will not be published.