আমি অসুস্থ না, ভুল বোঝানো হয়েছে: প্রধান বিচারপতি

টিআইএন॥ প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, “আমি অসুস্থ না, ভাল আছি। আমি পালিয়ে যাচ্ছি না। বিদেশ যাচ্ছি, আবার ফিরে আসবো।” গতকাল শুক্রবার রাত ১০টার দিকে নিজের সরকারি বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করার সময় প্রধান বিচারপতি সাংবাদিকদেরকে এসব কথা বলেন।

sinha onthe way to airport
তিনি আরও বলেন, “আমি বিব্রত। বিচার বিভাগের স্বার্থে, বিচার বিভাগটা কলুষিত না হোক, সে কারণে আমি আপাতত যাচ্ছি। কারো প্রতি আমার কোনো বিরাগ নেই। আমার দৃঢ় বিশ্বাস, সরকারকে ভুল বোঝানো হয়েছে।”
প্রধান বিচারপতির সরকারি বাসভবনের কাকরাইল মসজিদ–সংলগ্ন ফটকের সামনে তাকে বহনকারী গাড়িটি পৌঁছার পর তিনি নিজেই গাড়ি থেকে নামেন। গাড়ির ভেতরে প্রধান বিচারপতির স্ত্রীকে দেখা গেছে। গাড়ি থেকে নামার পর প্রধান বিচারপতি সাংবাদিকদের সঙ্গে এক থেকে দুই মিনিট কথা বলেন। পরে গাড়িতে ওঠেন। এর পরপরই তাঁর গাড়ি প্রধান ফটক ছেড়ে যায়।
এর আগে রাতেই প্রধান বিচারপতি স্বাক্ষরিত একটি লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, সরকার উচ্চ আদালতে হস্তক্ষেপ করছে, এটা রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনবে না।

Leave a Reply

Your email address will not be published.