কসবায় জেলেদের মাঝে ভেড়া ও জাল বিতরন

ভজন শংকর আচার্য্য, কসবা(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল (১০ অক্টোবর ) কসবায় জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের মাঝে ভেড়া, বেড় জাল ও পেনে মাছ চাষ করার উপকরন দেয়া হয় । উপজেলার ১০টি ইউনিয়নের   মোট ২৪০ জন জেলের মাঝে এ উপকরন বিতরন করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো.নজরুল ইসলাম জানান, বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতাধীন উপজেলার ১০ ইউনিয়নের ২৪০ জন জেলেকে ভেড়া, জাল ও পেনে মাছ চাষ করার উপকরন বিতরন করা হয়। তার মধ্যে ৪০ জনকে ২টি করে ৮০টি ভেড়া (১টি ভেড়া ও ১টি ভেড়ি) ও ১০ জনের একটি করে গ্রুপের মোট ২শ জেলের মাঝে ২০টি বেড় জাল এবং ৪টি পেনে মাছ চাষ করার উপকরন ।
উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের পরিচালক মো.জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া, ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল।

Leave a Reply

Your email address will not be published.