ইব্রাহীমপুর আদর্শপল্লীতে বন্যা

শাকিল॥ ইব্রাহীমপুর আদর্শ পল্লী এলাকায় গত দুইদিনের বর্নায় মানুষ পানিবন্দি অবস্থায় দিনাতিপাত করে যাচ্ছে। মেইন রাস্তায় হাটুর উপরে পানি আর প্রতিটি বাড়ির নীচতলা পানিতে ডুবে আছে। গ্যারেজে গাড়ির ভিতরও পানি। দীর্ঘ এই পানির দ্বারা আক্রান্ত মানুষজন নিষ্কিতি চায়। গত ১৭ বছরে এই ধরনের কোন লক্ষণ পরিলক্ষিত হয়নি। স্থানীয়রা জানিয়েছে দিন দিন এর মাত্রা বৃদ্ধি পাচ্ছে। ঘর থেকে বের হওয়ার কোন উপায় নেই। তারপরও মানুষজন রিক্সা বা কাপড় ভিজিয়ে দৈনন্দিক কাজে যাচ্ছে।

ibrahimpur under water
এই অকাল বন্যা এমনকি অবাস্তব দৃশ্যটি যেন আর দেখা না যায় সেইজন্য সরকারের দায়িত্বপ্রাপ্ত মহলের সচেতনতা এবং এর সমাধানকল্পে যাবতীয় পদক্ষেপ আশু জরুরী। যে সমস্যা গত ১৭বছরে ছিল না সেই সমস্যা এখন কোথায় থেকে নাযিল হলো। ড্রেনেজ ব্যবস্থার নাজুক এই পরিস্থিতিতে সরকারের আশু করনীয় বিষয় দৃষ্টিপাত করা ভবিষ্যতের জন্য আবশ্যক। দীর্ঘদিনের এই পুঞ্জীভুত ক্ষোভ যেন না যায় আগামী নির্বাচনের উপর। সরকারের আন্তরিকতা থাকা সত্ত্বেও কেন এই দুর্ভোগ লাগব হচ্ছে না তাও ভেবে দেখার বিষয়।
মানুষ এই বন্যার কবল থেকে মুক্তি চায়। আর এই মুক্তি আশু সমাধান করা এই উত্তপ্ত সময়ের দাবী।

Leave a Reply

Your email address will not be published.