ক্ষমতার প্রয়োজন সবই দিব শুধু মন্ত্রীত্ব ছাড়া…নাছিম

নয়ন॥ ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমানকে অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের বদলির ক্ষমতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আগামী রোববারই তিনি এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করবেন বলে জানান।i give all power except minister
গত বুধবার বিকেলে রাজধানীর মহাখালীর ওষুধ প্রশাসন অধিদফতরে ‘জাতীয় ওষুধ নীতি-২০১৬ বাস্তবায়ন কৌশল’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ প্রতিশ্রুতি দেন। আলোচনা সভায় অংশগ্রহণকারী ওষুধ শিল্পের সঙ্গে জড়িত বিশেষজ্ঞরা জানান, ওষুধ প্রশাসন অধিদফতরের নেতৃত্বে মহাপরিচালক থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের বদলি কিংবা স্থানান্তরে তার কোনো ক্ষমতা নেই। প্রতিষ্ঠানের চেইন অব কমান্ড ধরে রাখতে অনেক সময় বদলি অত্যাবশ্যক হয়ে পড়ে।
ওই সময় মহাপরিচালককে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দ্বারস্থ হতে হয়। মহাপরিচালকের বদলির ক্ষমতা না থাকায় অনেক সময় কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব সঠিকভাবে পালন করতে গড়িমসি করে। তাই প্রতিষ্ঠান প্রধানকে বদলির ক্ষমতা দেয়া প্রয়োজন বলে তারা অভিমত ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তৃতার এক পর্যায়ে মোহাম্মদ নাসিম মহাপরিচালককে উদ্দেশ্যে করে হেসে বলেন, ‘কী ক্ষমতা চান বলেন, শুধু মন্ত্রিত্ব ছাড়া সব দেব।’ এ সময় মন্ত্রী শুক্র ও শনিবার সরকারি ছুটি তাই রোববার দিন এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published.