ভৈরবে আয়কর ক্যাম্প ও করদাতা উদ্বুদ্ধকরণ সভা

উজ্জল, ভৈরত প্রতিনিধি॥ আয়করকে দেশের উন্নয়নের অক্সিজেন আখ্যা দিয়ে গত  সোমবার কিশোরগঞ্জের ভৈরবে অনুষ্ঠিত হল আয়কর ক্যাম্প ও করদাতা উদ্বুদ্ধকরণ সভা। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর অঞ্চল-৫ এর অধিনস্ত কর সার্কেল ১০০, ভৈরব এ সভার আয়োজন করে। ওই সভায় ভৈরবের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশ লোক অংশ নেন।

icor camp in voirob
জাতীয় রাজস্ব বোর্ডের অধীন কর অঞ্চল-৫ এর অতিরিক্ত কর-কমিশনার মো: ইকবাল বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আয়কর প্রদানের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন যুগ্ম-কর কমিশনার শেখ শামীম বুলবুল, যুগ্ম-কর কমিশনার মো. আশরাফুল ইসলাম, ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন, সাবেক সভাপতি আলহাজ্ব মো. হুমায়ুন কবির, বিশিষ্ট শিল্পপতি হাজী মো. ফুলমিয়া, ঢাকা ট্যাক্সেস বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, সহকারী কর-কমিশনার মোহাম্মদ আলাউদ্দিন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, আয়কর হলো একটি দেশের অর্থনীতির চালিকা শক্তি। আয়করের ওপর নির্ভর করে দেশের বার্ষিক বাজেটসহ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হয়। দেশের উন্নয়নের স্বার্থে তাই সবাইকে নিয়মিত আয়কর প্রদান করতে হবে। এ সময় তারা সহজে ও হয়রানীমুক্ত আয়কর প্রদানে সংশ্লিষ্ট আয়কর কার্যালয়ের কর্মকর্তাদের সহায়তা নেওয়ারও আহ্বান জানান।
সভায় ১৭ জন নতুন করদাতা টিএন গ্রহণসহ নতুন-পুরাতন ১৮৩জন আয়করদাতা পাঁচ লাখ ৯৭ হাজার ৪৭১ টাকা আয়কর প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published.