রোহিঙ্গাদের ফেরাতে কাজ শুরু করেছে মিয়ানমার…স্বরাষ্ট্রমন্ত্রী

ইমানুল ইসলাম॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার কাজ শুরু করেছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে মন্ত্রী একথা বলেন। মন্ত্রী বলেন, মিয়ানমারের নেত্রী সু চির সঙ্গে বৈঠক হয়েছে আমাদের। আমরা দ্বিপাক্ষিকভাবে সমাধানের কথা বলেছি। এভাবে সমাধান না হলে এরপর আমরা বিভিন্ন পর্যায়ে যাবো। আমরা যেহেতু হাঁটা শুরু  করেছি, সুতরাং গন্তব্যে পৌঁছাবই।

Ruhinga asad
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ৫ দফার কথা আমরা জানিয়েছি। কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে মিয়ানমার সরকার কাজ করছে বলে জানিয়েছে তারা। রোহিঙ্গাদের ফেরত নিতে একটি ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে দুই দেশের মধ্যে মতৈক্য হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রোহিঙ্গার সঙ্কটের মধ্যে গত সোমবার মিয়ানমার সফরে যান।

Leave a Reply

Your email address will not be published.