মুক্তিযোদ্ধাদের বাড়িতে ভাতা পৌঁছে দেবে সরকার…মোজাম্মেল হক

রাইসলাম॥ আগামী জানুয়ারি মাস হতে মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ি বাড়ি পৌঁছে দেবে সরকার। আর কোন মুক্তিযোদ্ধাকে ব্যাংকে লাইনে দাড়িয়ে ভাতা উত্তোলন করতে হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মন্ত্রী বলেন এজন্য সকল প্রকার প্রস্তুতি শেষ করা হয়েছে।

a k m muzammel muktijuddah
গত শনিবার দুপুর দেড়টার দিকে নীলফামারীর ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন। এসময় তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ সব সময় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বতে বিশ্বাস করে। আর বিএনপি ও তার নেত্রী স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা পাকিস্তানের পোষা তোতা পাখি। পাকিস্তান যেভাবে বিবৃত্তি দেয় খালেদা জিয়াও সেভাবে কথা বলে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আমাদের প্রধান বিচারপতি পিস কমিটির সদস্য ছিলেন। তাই তিনি বঙ্গবন্ধুকে একক নেতা মানতে রাজি নন। মন্ত্রী বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কাছে জবাব চাইতে হবে আর কোন নেতা ছিল? তিনি প্রধান বিচারপতির দুর্নীতিসহ বিভিন্ন সমালোচনা করে দেশে এনে তার বিচার দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published.