স্বার্স্থরক্ষার দৈনন্দিন উপাদান

ডাক্তার ফাহামিদা সাবিনা॥ দৈনিক যে কাজগুলো নিয়মিত করলে আমাদের দেহের সুস্থতা নিশ্চিত হয় তা  নিম্নে উল্লেখ করা হলো।

fahmida dr
১। দৈনিক ১টি আপেল খান।(কোন ডাক্তার লাগবে না); ২। দৈনিক ৫টি বাদাম খান। (কোন ক্যান্সারের আশঙ্কা থাকবে না!); ৩। দৈনিক ১ টি লেবু খান। (কোন ফ্যাট হবে না); ৪। দৈনিক ১ গ্লাস দুধ খান। (কোনও হাড়ের সমস্যা হবে না); ৫। দৈনিক ১২ গ্লাস জল খান। (কোন ত্বকের সমস্যা থাকবে না); ৬। দৈনিক ৪ টি খেজুর খান (কোন দুর্বলতা থাকবে না); ৭। দৈনিক ৩ বার প্রার্থনা, যোগ-ব্যায়াম করুন, (কোন টেনশন, উত্তেজনা থাকবে না ); ৮। দৈনিক ৮ ঘন্টা ঘুমান।(খুশি মনে সতেজ আর আনন্দে থাকুন)।
এই ৮টি উপাদান নিয়মিত খাওয়া ও চর্চায় রাখুন। জীবনের আনন্দ উপভোগ করে পৃথিবী থেকে সৃষ্টিকর্তার সান্নিধ্যে ফিরে যান।

Leave a Reply

Your email address will not be published.