আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ হবে আইসিটি টাইগার

নজরুল॥ আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ ‘আইসিটি টাইগারে’ পরিণত হবে বলে আশাবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘‘সরকারের যুগোপযোগী সিদ্ধান্তের ফলে সারাদেশে আইসিটি বিপ্লব শুরু হয়েছে। এই বিপ্লব বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ ‘আইসিটি টাইগারে’ পরিণত হবে।’’

COMING 10 YEARS ARE ICT YEARS MUHIT
গত রবিবার (২৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ইউএনডিপি বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘ইমপ্যাক্ট বাংলাদেশ ফোরাম ২০১৭’-এর সমাপনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন। ফোরামের সমাপনী সেশনে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অনুষ্ঠানে আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘আমরা তথ্যপ্রযুক্তির যুগে বসবাস করছি। এখন অনলাইনের মাধ্যমে পেমেন্ট কার্যক্রম চালু হওয়ার ফলে এই খাতে প্রায় ৭৫ শতাংশ ব্যয় কমেছে।’ তিনি আরও বলেন, ‘দেশের স্বাস্থ্য খাতও এখন এগিয়ে যাচ্ছে। আর এর পেছনেও ভূমিকা রাখছে নতুন নতুন তথ্যপ্রযুক্তির ব্যবহার।’
অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণ করে। এর ফলে গত আট বছরে দেশের ইন্টারনেট ব্যবহারকারী মাত্র ১০ লাখ থেকে আট কোটিতে পৌঁছেছে।’ তিনি বলেন, ‘সরকার ২০১৮ সালের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদে ইন্টারনেট সংযোগের ব্যবস্থা করবে এবং ২০২১ সালের মধ্যে এ খাতে প্রায় ২০ লাখ দক্ষ জনশক্তি তৈরি করতে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দেবে।’
এসময় পলক দেশের উদ্যোক্তাদের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান। সরকার ২০২১ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে ১০ হাজার নতুন পণ্য তৈরির লক্ষ্য নিয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.