চুমু খেলেই জাত যায় না…স্বস্তিকা

আন্তর্জাতিক ডেস্ক: প্রাপ্তবয়স্কদের মুভিতে অভিনয় নিয়ে খোলামেলা কথা বলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সম্প্রতি তার অভিনীত ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’ হইচই ফেলে দিয়েছে টালিগঞ্জে। সেখানে স্বস্তিকার চরিত্র ছিল ‘উমা বৌদি’। এ চরিত্রে তাকে পাওয়া গেছে আবেদনময়ী হিসেবে। কেউ কেউ এটা নিয়ে আবার ঘোর সমালোচনা করছেন। সেই সমালোচনার জবাবে স্বাস্তিকা বলেন, ছোট জামাকাপড় পরলেই সেটা ‘বোল্ড’ হয়ে যায় না! চুমু খেলেই জাত যায় না। অভিনয়ের জন্য চুমু খাওয়া ব্যাপার না।

SOSTIKA KISS
এ নায়িকা আরো বলেন, একটা ছবি যখন প্রাপ্তবয়স্কদের জন্য বানানো হয় তখন কোনো বিশেষ চরিত্র নয়, গোটা সিনেমাটাই বোল্ড হয়, জামাকাপড় বা ডায়ালগেও। স্বস্তিকা বলেন, ‘দুপুর ঠাকুরপো’ করার সময় একটাই কথা আমাদের মাথায় ছিল এটা যেন স্লিজি না হয়। মানে ভীষণ আপত্তি থাকবে বা বিষয়টা নিয়ে কারোর সঙ্গে কথা বলা যাবে না তা নয়। এন্টারটেইনমেন্ট ফ্যাক্টরটা থাকতে হবে।
‘বোল্ড’ শব্দটা আসলে কী? স্বস্তিকার ভাষ্য, আমার ‘বোল্ড’ শব্দটা নিয়ে আপত্তি রয়েছে। বিশেষ করে কলকাতার প্রেক্ষাপটে এই শব্দটার আসল মানে কী সেটা বোঝা মুশকিল।

Leave a Reply

Your email address will not be published.