যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে কসবায় মাসব্যাপী ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ “জেগেছে যুব, জেগেছে দেশ, লক্ষ্য ২০৪১-এ উন্নত বাংলাদেশ”- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে আনন্দঘন পরিবেশে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে  কসবা উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় মাসব্যাপী ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। প্রশিক্ষনে এলাকার ৪০জন যুব ও যুব মহিলা প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো: আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন: উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, ব্্রাহ্মণবাড়িয়া মো: ইয়াকুব আলী সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, প্রকল্পের কম্পিউটার প্রশিক্ষক নিলাঞ্জন নাথ সরকার ও সহকারী কম্পিউটার প্রশিক্ষক মো: আলমগীর। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হাছিনুর রহমান তালুকদার। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপার ভাইজার মো: শফিকুল ইসলাম নিপু।
জানা যায়, যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে চট্রগ্রাম বিভাগের মধ্যে কসবায় মাসব্যাপী এই ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.