আজ বাংলাদেশ আওয়ামী যুব লীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী

প্রশান্তি ডেক্স॥ আজ ১১ নভেম্বর। বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। বাংলাদেশ আওয়ামী লীগের মূলধারা এবং আদর্শের সঙ্গে সঙ্গতি রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের এই দিনে ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনে সংগঠনটি গঠন করেন। ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও স্বার্থক হোক এই কামনা ও আগামী দিনের প্রত্যাশা।
যে লক্ষ নিয়ে এই দল প্রতিষ্ঠীত হয়েছিল সেই লক্ষ্য পূরণে এগিয়ে আসুক সকল স্তরের নেতা, কর্মী ও সমর্থকরা। বঙ্গবন্ধুর আদর্শ ও ইচ্ছা এবং আকাংখাকে সর্বোত্ত গুরুত্ব দিয়ে কাজ করে যাবে এই সংগঠনটি এটাই আমাদের প্রত্যাশা। তবে ব্যক্তিস্বার্থের উর্ধে উঠে সকল কাজের সমাপ্তি টানতে হবে।

Leave a Reply

Your email address will not be published.