ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ উপজেলার বিনাউটি ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষনা দিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। উপজেলা প্রশাসন ও বিনাউটি ইউনিয়ন পরিষদ এর আয়োজনে গত (৮ নভেম্বর) বিনাউটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনন্দঘন পরিবেশে আনুষ্ঠানিকভাবে এ ঘোষনা দেন তিনি। তিনি বলেন সরকার অসহায় জনগনকে ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে আনতে দেশের জনগনকে কর্মমূখী করতে বিভিন্ন ভাবে সহায়তার মাধ্যমে তৃনমুল পর্যায়ে কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়ন মুলক কাজে অংশগ্রহনে সকলের প্রতি আহ্বান করেন। তিনি বর্তমান সরকারের ভিশন বাস্তবায়নে স্থানীয় জনগনকে সচেতন হতে বলেন। তাহলে দুস্থ ও অসহায় জনসাধারনকে ভিক্ষাবৃত্তি মতো কাজে যেতে হবেনা। পরে তিনি ইউনিয়নের পাঁচ গ্রামের ৬জন ভিক্ষুকের মাঝে নগদ ৩ হাজার টাকা সহ হাঁস, মুরগী, বাদাম, শুটকি ও বিভিন্ন সামগ্রী তুলে দেন।
বিনাউটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন: উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিনাউটি ইউপি চেয়ারম্যান এডভোকেট ইকবাল হোসেন ।
এসময় স্থানীয় জনপ্রতিনিধিগন, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা সহ এলাকর গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।