২০০তম সংখ্যা প্রকাশের প্রাক্কালে মিডিয়া তালিকাভুক্ত হলো প্রশান্তি

লাকী॥ আজ থেকে (৯/১১/১৭) সাপ্তাহিক প্রশান্তি মিডিয়া তালিকাভুক্ত পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করল। আল্লাহকে হাজারো শুকরিয়া জানাই। মিডিয়া তালিকাভুক্তির সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। আর সরকারের স্বচ্ছ কাজের জন্য গর্ববোধ করি। এই গতিশীল পরিচ্ছন্ন কাজ বাংলাদেশ সরকারের আন্তরিকতা ও জবাবদিহীতার ফল।

Proshanti media list certificate
সকল পাঠক ও শুভাকাঙ্খিদের প্রতি শুভকামনাসহ আহবান রইলো ইতিবাচক সংবাদ পরিবেশনে সহযোগীতার মনোভাব নিয়ে এগিয়ে আসুন এবং বিজ্ঞাপন দিয়ে প্রশান্তিকে প্রশান্তিময় করে রাখুন।
dfp rate
আপনাদের সামনে প্রতি সপ্তাহেই প্রশান্তি নিয়ে হাজির হয়ে, আমরা সকল ইতিবাচক এবং প্রয়োজনীয় জীবনের যোগান তুলে ধরতে চেষ্টা করি। আমি জীবনের ঝুকি নিয়ে আপনাদের জন্য বস্তনিষ্ঠতা বজায় রাখতে বদ্ধপরিকর। আগামী দিনের সকল নেতিবাচকতা পরিহার করে ইতিবাচক যুগোপযোগী সংবাদ (স্বাস্থ্য, আন্তর্জাতিক, বিজ্ঞান, বিনোদন, খেলাধুলা, ধর্মীয়, রাজনীতিসহ আরো হরেক রকম নিত্যপ্রয়োজনীয়) মানব কল্যাণের নিমিত্ত উপকরণ নিয়ে হাজির হতে আশা ও প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published.