কসবার কুটি শিশু নিকেতন কিন্ডার গার্টেনের বার্ষিক পুরস্কার বিতরনী ও পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ উপজেলার কুটি ইউনিয়নের শিশু নিকেতন কিন্ডার গার্টেন বার্ষিক মেধা ও ক্রীড়া পুরস্কার বিতরনী, সমাপনী পরীক্ষার্থীদের বিদায় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো.মিজানুর রহমান পিপিএম (বার) এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) শিশু নিকেতন কিন্ডার গার্টেন মাঠে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করেন নবগঠিত কিন্ডার গার্টেন কর্তৃপক্ষ।
নবগঠিত কমিটির সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এবং বর্তমানে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতী প্রাপ্ত মো.মিজানুর রহমান পি.পি.এম.বার। বিশেষ অতিথি ছিলেন: উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন, কুটি ইউপি আওয়ামী লীগ সভাপতি মো.সাইদুর রহমান স্বপন, সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো.আলমগীর হোসেন, কুটি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম জিতু,শিশু নিকেতনের উপদেষ্টা কমিটির সদস্য আবুল হাসেম প্রমুখ।
কুটি ইউপি যুবলীগ নেতা রঞ্জিত কুমার সাহার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন; অত্র কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোরশেদ আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন বাবু সুজিত কুমার, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, এডভোকেট হুমায়ুন কবির, প্রভাষক মো.ইসহাক, অভিভাবক আক্তার হোসেন লিটন ও মমিন মাস্টার।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অপরদিকে উপজেলার ঐতিহ্যবাহী  সিডিসি কিন্ডার গার্টেন স্কুলে ৫ম শ্রেনির ছাত্র-ছাত্রীদের সমাপনী পরীক্ষা উপলক্ষে বিদায় অনুষ্ঠান ও মিলাদের আয়োজন করে। সিডিসি অধ্যক্ষ মো.সোলেমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন; কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন: কসবা উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেন। সাংবাদিক মো.অলিউল্লাহ সরকার অতুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন: আবদুর রব ফিরোজ, মো.আবদুল্লাহ আল মামুন সৈম, মাওলানা আবদুল হান্নান,সিডিসি শিক্ষক সন্ধ্যা রানী সাহা, তাছলিমা আক্তার কাকলী, সিডিসি শিক্ষার্থী শাহেদ বিন আজম, কৃষ্ণা ভৌমিক অত্রি, মো.রায়হান ও অর্পিতা ভৌমিক। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.