নারী তুমি আসলে কি

তানজিকা॥ নারী তুমি আসলে কি? আসলে কার এই কথাগুলো কালের পরিক্রমাই প্রচলিত ছিল কিন্তু এখনও বাস্তবে এর প্রচলন দেখা যায়। তবে এখানে কবিতার ছন্দে কি বলতে ও বুঝাতে চাচ্ছে একটু দেখে আসি। nari tomi asolea ki
মেয়ে তুমিই পারো একটা অগোছালো ছেলের জীবন গুছিয়ে তুলতে,
আবার তুমিই পারো, একটা গোছানো ছেলের জীবন অগোছালো করে দিতে।
মেয়ে তুমিই পারো, দুজন ভালো বন্ধুর সম্পর্ক ভেঙে দিতে।
আবার তুমিই পারো, সুন্দর প্রণয়ের সম্পর্ক গড়তে।
মেয়ে তুমিই পারো, সংসারে শান্তি আনতে,
আবার তুমিই পারো, শান্তি নষ্ট করতে।
মেয়ে তুমিই পারো, ছলনাময়ী, স্বার্থপর হতে,
আবার তুমিই পারো, প্রিয় মানুষটির জন্য সবকিছু ত্যাগ করতে।
মেয়ে তুমিই পারো, মন থেকে ভালবাসতে,
আবার তুমিই পারো, টাইম পাস করতে।
মেয়ে তুমিই পারো, রাতপরী হয়ে নিষিদ্ধ গলিতে হাঁটতে।
আবার তুমিই পারো, মাদার তেরেসার মত মহীয়সী নারী হতে।
মেয়ে তুমিই পারো, নীরবে হাজারো কষ্ট সহ্য করতে,
আবার তুমিই পারো, বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করতে।
মেয়ে তুমিই পারো, নিষ্ঠুর-মমতাহীনের মত আচরণ করতে,
আবার তুমিই পারো, অতুলনীয় মমতায় পরিপূর্ণ জননী হতে।

Leave a Reply

Your email address will not be published.