সিটি কর্পোরেশন হচ্ছে ময়মনসিংহ

ময়মনসিংহ সংবাদদাতা॥ ময়মনসিংহ সিটি কর্পোরেশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।mymonsingh city corporation
নিকারের এ বৈঠকে ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তরের জন্য প্রস্তাব তৈরির অনুশাসন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ইতোমধ্যে ময়মনসিংহ বিভাগীয় সদরদপ্তর হয়ে গেছে, তাই এটাকে সিটি কর্পোরেশন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ময়মনসিংহ পৌরসভার সীমানা সম্প্রসারণের প্রস্তাব নিকারের বৈঠকে তোলা হলে তা অনুমোদন দেওয়া হয়নি বলেও জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ময়মনসিংহ পৌরসভাই সিটি কর্পোরেশনে রূপান্তরিত হবে। বিভাগীয় সদরের পৌরসভা সিটি করপোরেশন হওয়া-এটা নিয়ম। সেই হিসেবে এটা (ময়মনসিংহ পৌরসভা) সিটি করপোরেশন হবে।
এর আগে, ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলা নিয়ে দেশের অষ্টম বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন দেয় নিকার। ওই বছরের ১৪ অক্টোবর সরকার ময়মনসিংহ বিভাগ গঠন করে গেজেট প্রকাশ করে।

Leave a Reply

Your email address will not be published.