প্রবাসীদের জন্য দারুন সুখবর দিয়েছেন প্রবাসী মন্ত্রনালয়

provashi kollan montrolay newsটিআইএন॥ আন্তর্জাতিক অভিবাসন দিবসকে সামনে রেখে প্রবাসীদের জন্য তিনটি হটলাইন নাম্বার চালু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নাম্বারগুলো হলো: ০১৭৮৪-৩৩৩৩৩৩, ০১৭৯৪-৩৩৩৩৩৩ এবং ০২-৯৩৩৪৮৮৮।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি গত রবিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। আগামীকাল ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে মন্ত্রী বলেন, ‘অভিবাসন দিবসটিকে সামনে রেখে আমাদের মন্ত্রণালয় সুর্নিদিষ্ট কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, এর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ দুটি বিষয় হচ্ছে প্রবাসীদের জন্য ডে-কেয়ার ব্যবস্থা এবং যোগাযোগের জন্য হটলাইন নাম্বার। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের মন্ত্রণালয়ের ১০ তলায় প্রবাসীদের জন্য স্থায়ীভাবে একটি ডে-কেয়ার সেন্টার করেছি। প্রবাসীরা যেন তাদের সুবিধা-অসুবিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারে তার জন্য তিনটি হটলাইন নাম্বারের ব্যবস্থা করেছি।’
মন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশিদের জন্য জাপানিজ শ্রম বাজার উন্মুক্ত হওয়ার প্রাক্কালে আমাদের মন্ত্রণালয়ের অর্থায়নে নিজস্ব ভবনে একটি স্থায়ী জাপানি ভাষা প্রশিক্ষণ সেন্টারও চালু করেছি। এছাড়া অভিবাসনে পিছিয়ে পড়া ২২টি জেলার প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ শুরু করেছি। অচিরেই বাকি ২০টি জেলার প্রশিক্ষণার্থীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা শুরু করা হবে।’
মালেশিয়ায় যেতে অনেক সাধারণ মানুষকে গুণতে হচ্ছে বাড়তি টাকা। এ নিয়ে নানা অভিযোগ রয়েছে আর মন্ত্রণালয়ের নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের ভূমিকা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘যারা বেশি টাকা দিয়ে যাচ্ছে তারা যদি আমাদের অভিযোগ না করে আমরা কী করতে পারি? যারা অভিযোগ করেন এদের বেশিরভাগ হচ্ছে বিদেশ যাওয়ার পরে অভিযোগ করে। কিন্তু যাওয়ার পর অভিযোগ করলে কী করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিই। যাওয়ার আগে যদি লিখিত অভিযোগ নিয়ে আসে আমি ব্যবস্থা নেব। আমরা সার্বক্ষণিক তাদের অভিযোগ নেয়ার জন্য প্রস্তুত আছি এবং সে অনুযায়ী ব্যবস্থা নেব।’
জানুয়ারি ২০১৭ থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে মোট নয় লাখ ৭৩ হাজার কর্মীর কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে এক লাখ ১৮ হাজার নারী কর্মী রয়েছে। এদের অনেকেই অভিবাসী রয়েছে যারা নিরাপত্তাসহ আরও অনেক ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বিড়ম্বনা যে হয় না তা নয়। কিন্তু আমাদের কাছে কেউ অভিযোগ করছে না। অভিযোগ করলে আমরা দূতাবাসের সাহায্যে দ্রুত ব্যবস্থা নেব। দূতাবাসে যদি ব্যর্থ হয় ওই দেশের মন্ত্রীর সাথে যোগাযোগ করব।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার।

Leave a Reply

Your email address will not be published.