আড়াইবাড়ী দরবার শরীফের ৮০তম ইছালে ছাওয়াব মাহফিল

শেখ মো. কামাল উদ্দিন, কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা॥ উপমহাদেশ খ্যাত আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা আবু সাঈদ আসগর আহমাদ আলকাদেরী পীর সাহেব (র.) কুরআন-সুন্নাহর আলোকে এ সমাজে দ্বীন কায়েমের শপথ নিয়ে নিজের জীবন উৎসর্গ করেন। বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী তদানিন্তন কুমিল্লা জেলা বর্তমানে ব্রা‏হ্মণবাড়িয়া জেলার কসবা পৌর সদরের আড়াইবাড়ীতে দ্বীন প্রচার কেন্দ্র “আড়াইবাড়ী দরবার শরীফ” প্রতিষ্ঠা করেন। এখানে গড়ে তোলেন কামিল মাদরাসা, ইসলামিক পাঠাগার, যিক্র-আযকার ও তালিমি জলসা।
গতকাল ২৭ জানুয়ারি শুক্রবার জুময়ার নামায আদায়ের মাধ্যমে মাহফিলের সভাপতি দরবার শরীফের পীর অধ্যক্ষ আল্লামা মো. গোলাম সারোয়ার সাঈদী মাহফিলের সুচনা করেন। এ ঐতিহাসিক মাহফিলের যাবতীয় কার্যক্রম সফলতার সহিত সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ধর্মপ্রাণ মুছল্লিগণ দলে দলে প্যান্ডেলে এসে সমবেত হয়েছেন। সারারাত ব্যাপী দ্বিনী শিক্ষার আলোকে ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন হয়। এ উপলক্ষে এলাকাবাসী, জেলা-উপজেলা প্রশাসন আইন শৃংখলা বজায় রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দরবার শরীফের পীর আল্লামা গোলাম সারোয়ার সাঈদী ধর্মপ্রাণ ব্যক্তিগণকে উপস্থিতির জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

Leave a Reply

Your email address will not be published.