‘সাহস থাকলে দেশে এসে নেতাগিরি করুক’

টিআইএন॥ গণস্বাস্থ্যের অন্যতম ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আন্দোলন করতে চাইলে আগে তারেককে থামাও। তারেক তো বিএনপিকে ডোবাবে। এটাকে আন্ডারগ্রাউন্ড পার্টি বানিয়ে ফেলবে।’ বিএনপির কয়েকজন নেতা একটি প্রস্তাব নিয়ে তাঁর কাছে গেলে তিনি তা ফিরিয়ে দিয়ে ওই মন্তব্য করেন। tareq jafurulla
বিএনপিপন্থী দু’জন বুদ্ধিজীবী এবং তরুণ দুই নেতা বৃহস্পতিবার সকালে যান ডা. জাফরুল্লাহর বাসায়। বিএনপির প্রস্তাব ছিল, বেগম জিয়ার দুর্নীতির মামলার রায় নিয়ে একটি নাগরিক মঞ্চ গঠন। রায়ের দিন লেখক, বুদ্ধিজীবীদের নিয়ে প্রেসক্লাবে অবস্থান গ্রহণ। রায় যদি বিপক্ষে যায় সেক্ষেত্রে প্রেসক্লাবের সামনেই নাগরিক মঞ্চ গঠন। ডা. জাফরুল্লাহ বলেন, ‘এটা করতে পারলেতো খুশি হতাম। কিন্তু বিএনপি যা করছে, এটাতে দাঁড়াবে কীভাবে? তোমরা পুলিশের গাড়িতে হামলা করলা কেন? তোমরা কি জাসদ না নকশাল। এটা কার বুদ্ধি তারেকের না? লন্ডন থেকে রাজনীতি? সাহস থাকলে দেশে এসে নেতাগিরি করুক না কেন? ক্ষুব্ধ এই প্রবীণ চিকিৎসক বললেন ‘আমরা দাঁড়ালাম, তোমরা বোমা মারলা, তারপর কী হবে?’ ডা. জাফর উল্লাহ তারেককে বাদ দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের পরামর্শ দিয়ে বলেন ‘তখন আমি থাকব।’
ভিডিও দেখতে গুরে আসুন:https://youtu.be/yXdctdZDMhEBottom of Form

Leave a Reply

Your email address will not be published.