কসবা আড়াইবাড়ীর কেরাত সম্মেলন সমাপ্ত

শেখ মো. কামাল উদ্দিন, কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা ॥ পবিত্র কুরআনের পাখিরা ঝাঁকে ঝাঁকে বসতে শুরু করে কসবা পুরাতন বাজার সুপার মার্কেট চত্তরে। শনিবার আসর নামায থেকে মাগরিব নামাযের সময়ের মধ্যেই বিশাল প্যান্ডেল কানায় কানায় পূর্তি হয়ে যায়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসল্লিগণের একই কথা কখন এসে পৌঁছুবেন বিশ্ব বরেণ্য আমন্ত্রিত ক্বারী সাহেবগণ।  ARIBARI KIRAT PROGRAM
গত (৩ ফেব্রুয়ারি) শনিবার রাতে প্রতি বছরের ন্যায় এবারও আড়াইবাড়ী দরবার শরীফের আল্লামা হযরত মাওলানা মরহুম গোলাম হাক্কানী (র.) এর মাগফিরাত কামনায় আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর উদ্যোগে কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক কেরাত সম্মেলন ২০১৮।
আড়াইবাড়ী দরবার শরীফের বর্তমান গদ্দিনেশিন পীর আল্লামা হযরত মাওলানা অধ্যক্ষ মো. গোলাম সারোয়ার সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেরাত সম্মেলনে বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্বারী মিসরের শাইখ ডা. আহমাদ আহমাদ নাঈনা; শাইখ মুহাম্মদ মুহাম্মদ আল মুরীজ্বী; আলজেরিয়ার শাইখ বিয়াদ্ব আল জাযায়েরী; ইরানের ক্বারী সাইয়্যেদ জাওয়াদ হুসাইনী; ভারতে ক্বারী মুহাম্মদ তৈয়ব জামাল; বাংলাদেশের বিশিষ্ট ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন।
বাদ আসর শুরু হয় হামদ নাত ওয়াজ নসিহত ও কুরআন তিলাওয়াত। এতে বক্তব্য রাখেন ড. সায়ীদ মুহাম্মাদ ফারুক; মাওলানা মিজানুর রহমান আতিকী; ঢাকা ইসলামপুরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হাসান উদ্দিন মোল্লা; মাওলানা মোসলেহ উদ্দিন সাঈদী, মাওলানা ওসমান গণি; মাওলানা সুলতান মাহমুদ; মাওলানা রফিকুল ইসলাম; মাওলানা আবদুল হান্নান; মাওলানা ইউনুস করিম বেলালী; ব্যবসায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব) মো. আবদুর রহিম; সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম; নও মুসলিম ইকবাল হোসেন ব্যানার্জী; মাওলানা তৌহিদুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মোহাম্মদ গোলাম খাবীর সাঈদী ও বহি:বিশ্ব কার্যক্রম বাংলাদেশ বেতারের আরবি সার্ভিসের অনুবাদ ও উপস্থাপক হাফেজ মাওলানা নিয়ামত উল্লাহ হাশেমীর উপস্থাপনায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার তৌহিদী জনতাকে ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম অভিনন্দন জানান। তিনি বলেন, অতীতের ন্যায় প্রতি বছর এ সম্মেলন অব্যাহত থাকবে ইনশায়াল্লাহ।

Leave a Reply

Your email address will not be published.