আগামী বাজেটে ইন্টারনেটে ভ্যাট কমছে, আশ্বাস অর্থমন্ত্রীর

internet vet wever coming budgetতাজুল ইসলাম নয়ন॥ আগামী অর্থবছরের বাজেটে ইন্টারনেট ব্যবহারের ওপর ভ্যাট কমানোর আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী বেসিস সফট এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশ্বাসের কথা শোনান।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত বেসিস সফট এক্সপো-২০১৮ চলবে রোববার পর্যন্ত। ‘ডিজাইনিং দ্য ফিউচার’- এ স্লোগান নিয়ে শুরু হওয়া তথ্যপ্রযুক্তির বৃহত্তম প্রদর্শনী সফট এক্সপোতে এবার প্রায় ২০০ দেশি-বিদেশি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিষ্ঠানের পণ্য এবং সেবা প্রদর্শন করছে।
প্রদর্শনীতে এলাকাকে সফটওয়্যার সেবা প্রদর্শনী জোন, উদ্ভাবনী মোবাইল সেবা জোন, ডিজিটাল কমার্স জোন, আইটিইএস ও বিপিও জোনে ভাগ করা হয়েছে। এ ছাড়া থাকছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক সেমিনার, আইটি জব ফেয়ার, ইনোভেশন জোন।

Leave a Reply

Your email address will not be published.