মাতৃভাষার গুরুত্ব ও সৃষ্টিকর্তার অভিপ্রায়

দেলোয়ার হোসন ফারুক॥ দুনিয়াতে যত নবী-রসুল এসেছেন সবাই বিশুদ্ধ মাতৃভাষায় কথা বলতেন। মায়ের ভাষায় ইসলামের দাওয়াত দিতেন। মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন। তাওহিদ বা একাত্মবাদের দিকে ডাকতেন। কেউ অশুদ্ধ ভাষায় কথা বলতেন না। গ্রাম্য ভাষায় দীনের দাওয়াত দিতেন না। নবী-রসুলগণ বিদেশি ভাষাও ব্যবহার করতেন না। মাতৃভাষাকে তারা অনেক বেশি ভালোবাসতেন। হৃদয় থেকে মহব্বত করতেন। কারণ মাতৃভাষা মহান আল্লাহর এক বড় নেয়ামত। অপূর্ব দান। Language priority for us
মানুষ সৃষ্টি করে আল্লাহ তাকে কথা বলার জন্য এবং মনের ভাব প্রকাশ করার জন্য মাতৃভাষা দান করেছেন। তাই মাতৃভাষার গুরুত্ব অপরিসীম। নবী-রসুলগণকে মাতৃভাষার বিশুদ্ধ জ্ঞান দিয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে পবিত্র কোরআনের সূরা ইবরাহিমের ৪ নম্বর আয়াতে আল্লাহপাক ইরশাদ করছেন, ‘আমি দুনিয়াতে যত রসুল পাঠিয়েছি (আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য) প্রত্যেককে তার স্বজাতীর ভাষা (মাতৃভাষা) দিয়ে পাঠিয়েছি, যেন সে তার জাতিকে (মাতৃভাষায় দীনের কথা) বোঝাতে পারে।’ অর্থাৎ আল্লাহর পথে মাতৃভাষায় জনগণকে যেন আহ্বান করতে পারে, এ জন্য নবী-রসুলগণকে মাতৃভাষার জ্ঞান দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে।
মহান আল্লাহ যেন আমাদের সবাইকে বিশুদ্ধ মাতৃভাষা শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন।

Leave a Reply

Your email address will not be published.